ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিএসইসির অর্থ লোপাট করছে মাকসুদ কমিশন

২০২৫ মার্চ ১১ ১০:০২:৫৮
বিএসইসির অর্থ লোপাট করছে মাকসুদ কমিশন

‘কখনো অন্যায় করব না এবং কোন অন্যায়কে ছাড়া দেবো নো’- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যোগদানের পর থেকেই এ কথা বলে আসছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অথচ তারই নেতৃত্বে কমিশনের লাখ লাখ টাকা নয়-ছয় করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের দাবি, বিধিতে না থাকা স্বত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহন করেন মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যার মধ্যে বিধিতে আপ্যায়ন বাবদ প্রতি মাসে চেয়ারম্যান ৩০০০ টাকা এবং প্রত্যেক কমিশনারের জন্য ২৫০০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে চেয়ারম্যান প্রতিমাসে ২৫০০০ টাকা এবং কমিশনারগণ ১৫০০০ টাকা করে উত্তোলন করছেন।

এদিকে বিএসইসির গঠিত তদন্ত কমিটি নিয়ে বিএসইসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও প্রশ্ন তুলেছেন। যেখানে বিতর্কিত ব্যক্তিকে রাখা হয়েছে এবং লাখ লাখ টাকা নিয়ম বর্হিভূতভাবে তাদেরকে দেওয়া হচ্ছে।

অ্যাসোসিয়েশনের দাবি, বিতর্কিত লোক, যাদের বিরুদ্ধে কমিশন পূর্বে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখনো Enforcement প্রক্রিয়া চলমান, তাদেরকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুঁজিবাজার তদন্তের নামে কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিধিতে/সরকারি নিয়মানুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভার সম্মানি-ভাতা বাবদ ৩০০০-৫০০০ টাকা প্রদানের উল্লেখ থাকলেও বাস্তবে প্রতিমাসে মন্ত্রনালয়ের অনুমোদন ব্যতিরেকে কমিটির বহিরাগত প্রতি সদস্যকে ২ লক্ষ টাকা প্রদান করছে মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা সম্পূর্ণরুপে পুঁজিবাজার স্বার্থ বিরোধী এবং বে-আইনী।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে