অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

বেস্ট হোল্ডিংস বা লা মেরিডিয়ানের আর্থিক প্রতিবেদন নিয়ে জালিয়াতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগে মাত্র এক সপ্তাহ আগে ৩ অক্টোবর বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমিন আহমেদ ভুইয়ার বিদেশে অর্থ পাচারসংক্রান্ত আরও একটি ঘটনার তদন্ত করছে দুদক। তারপরেও আইনে বিশেষ ছাড় দিয়ে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে।
এই আইপিও অনুমোদনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সমঝোতা এবং প্রভাবশালীদের প্লেসমেন্ট শেয়ার দিয়ে সুযোগ মিলেছে সম্প্রতি যুগান্তরে এমন ভয়াবহ সংবাদ প্রকাশ করা হয়েছে।
যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বেস্ট হোল্ডিংস ২০২০ সালে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ব্যর্থ হয়। যা বিএসইসির জন্য আশীর্বাদ হয়ে আসে বলে অনেকেই মনে করছেন। কারণ এ মাধ্যমে বড় ধরনের দর কষাকষির সুযোগ তৈরি হয়। আর এই সুযোগ দক্ষতার সঙ্গেই কাজে লাগায় কমিশন। পরে আইনে ছাড় দিয়ে তাদের বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম যুগান্তরকে বলেন, এই কোম্পানির অনুমোদনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। কারণ কোম্পানিটি পাবলিক ইস্যু রুলস ২০১৫ অনুসারে আবেদন করেছে। তারা ওই রুলসের শর্ত পূরণ করেছে। বাইরের অন্য কিছু রুলসে সংযুক্ত নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম অনুসারে কোনো কোম্পানি আইপিওতে আবেদনের দুই বছর আগে থেকে শুধু বোনাস শেয়ার ইস্যু ছাড়া অন্য কোনোভাবে মূলধন সংগ্রহ করতে পারে না। কিন্তু কোম্পানিটি এরকম সময়ের মধ্যে বন্ড ছেড়ে বড় অঙ্কের মূলধন বাড়িয়েছে। আবার বন্ডের একটি উল্লেখযোগ্য অংশকে শেয়ারেও রূপান্তর করেছে। এটি আইনের পরিপন্থি। তাই আইনের বাধ্যবাধকতায় কোম্পানিকে বিশেষ ছাড় দিয়ে গত ২৭ জুলাই গেজেট জারি করে বিএসইসি।
ওই সময়েই কোম্পানিটির প্রতি বিএসইসির সুনজরের বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়াও কমিশনের ভেতরে কর্মকর্তাদের একটি অংশ এই আইনি ছাড়ের বিপক্ষে ছিলেন। কিন্তু কর্তাব্যক্তিরা তা আমলেই নেননি।
দুদকের তথ্য অনুসারে ঢাকা ক্যান্টনমেন্ট বাজারের ৩০ দশমিক ২৫ কাঠা জমি ক্রয় দেখিয়ে ৯৫ কোটি টাকার তথ্য গোপন করে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ। এ ক্ষেত্রে সরকারের সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে উল্লিখিত দুজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হুদা। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৮ জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৬ নম্বর প্লটের ৩০.২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় ক্রয় করে শেখ আব্দুল হাই বাচ্চু। ওই জমির বিক্রেতা আমিন আহমেদ। কিন্তু নিবন্ধন মূল্য দেখানো হয় ১৫ কোটি ২৫ লাখ। অর্থাৎ ৯৫ কোটি ৭৫ লাখ টাকার তথ্য গোপন করা হয়। জমি বিক্রয় ও প্রকৃত মূল্য গোপন করতে আমিন আহমেদ তাকে সহযোগিতা করেছেন। আমিন আহমেদ ১৩৪টি পে-অর্ডারের মাধ্যমে ৭৮ কোটি ৫০ লাখ টাকা ও নগদে ৩১ কোটি ৫০ লাখ টাকা নিয়েছেন। এ ধরনের কাজ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায়। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী যুগান্তরকে বলেন, কোনো কোম্পানির বিরুদ্ধে এ ধরনের বিতর্ক থাকলে, অনুমোদন দেওয়া ঠিক না। কিন্তু কমিশন যদি নিজেই তদন্ত করে নির্দোষ, প্রমাণ পায় তাহলে ভিন্ন কথা। কিন্তু বিএসইসি কী করেছে, তা আমি জানি না। তার মতে, কমিশন নিজে তদন্ত না করে থাকলে এই কোম্পানির অনুমোদন দেওয়ার জন্য আরও অপেক্ষা করতে পারত।
এদিকে ২০২০ সালের ৫ জানুয়ারি বেস্ট হোল্ডিংসের ওই সময়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন আহমেদ ভুইয়ার সম্পদ হিসাব চেয়েছে দুদক। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী ২১ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সব ধরনের সম্পদের হিসাব দিতে বলা হয়। তারা হিসাব জমা দেয়। তবে দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এর আগে দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধার স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয় আমিন আহমেদ ভুইয়া হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ৭০০ একর সরকারি খাসজমি জবরদখল করে রেখেছেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, দুদকে হাজির হওয়ার সময় নিজের পরিবারের পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সম্পদ অর্জনসংক্রান্ত সব দলিল/রেকর্ডপত্র, আয়কর নথির যাবতীয় রেকর্ডপত্র জমা নেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে এই ঘটনাটি বর্তমানে থমকে আছে। তবে দুদক সূত্র বলছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদনেও ঝুঁকি রয়েছে বলে জানা গেছে। কারণ এর আগে বিতর্কিত এবং বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ অডিট কোম্পানি নিয়ে আর্থিক রিপোর্ট তৈরি করা হয়েছিল। কোম্পানির পুরো আর্থিক রিপোর্ট সত্য হলেও রয়েছে ঝুঁকি। কারণ কোম্পানি বর্তমানে যে টাকায় মুনাফা করছে তার পুরোটা বিনিয়োগকারীদের দিলেও সর্বোচ্চ ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। এর মানে হলো ব্যাংক ৬৫ টাকা বিনিয়োগ করে বছরে মাত্র ১ টাকা পাবে। বর্তমানে কোম্পানির চেয়ারম্যান হিসাবে রয়েছেন আমিন আহমেদ ভুইয়া, ব্যবস্থাপনা হাসান আহমেদ এবং পরিচালক আফ্রা আনজুম। এছাড়াও মনোনীত পরিচালকদের মধ্যে রয়েছেন উম্মে কুলসুম কনা, তাসনুবা ইসলাম, মঞ্জুর আহমেদ ভুইয়া, মোহাম্মদ মুসলিম আলী, নিরাঞ্জন চন্দ্র দেবনাথ, মো. আনোয়ারুল ইসলাম এবং খান ইকবাল হোসেন।
জানতে চাইলে বেস্ট হোল্ডিংসের কোম্পানি একে আজাদ লিপন যুগান্তরকে বলেন, আমাদের চেয়ারম্যান অনেক আগে একটা জমি বিক্রি করেছিলেন। সেটা মৌজা মূল্যে নিবন্ধন হয়েছে। সে ক্ষেত্রে নিবন্ধিত দাম বিক্রি মূল্যের চেয়ে কিছুটা কম। কিন্তু তিনি আয়কর ফাইলে সঠিক তথ্য উল্লেখ করেছেন। সেখানে গেইন ট্যাক্স দিয়েছেন। টাকা পাচারের ব্যাপারে তিনি বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এর সত্যতা খুঁজে পায়নি। এ ছাড়াও আমাদের কোনো আমদানি-রপ্তানির বাণিজ্য নেই। তাই এই কোম্পানি টাকা পাচার করে না। তিনি বলেন, কোম্পানি সম্পদ অতি মূল্যায়নের ব্যাপারে যে কথা আসছে, তাও সঠিক নয়। কারণ অনেক কিছুর ওপর নির্ভর করে ভ্যালুয়েশন করা হয়।
বি:দ্র: বেস্ট হোল্ডিংসের অনিয়ম নিয়ে স্টক সংবাদে অনুসন্ধানি প্রতিবেদন তুলে ধরা হবে।
পাঠকের মতামত:
- বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত হবে ওয়ালটন ডিজি-টেক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষনা ওয়ালটনের
- কারন ছাড়াই মুন্নু ফেব্রিক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রবিবার লেনদেনে ফিরবে ৫ কোম্পানি
- দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বৃহস্পতিবার ৫ কোম্পানির লেনদেন বন্ধ
- জিএসপি ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- লভ্যাংশ সভা করবে ইস্টার্ন হাউজিং
- এইচআর টেক্সটাইলের পতন
- ডমিনেজ স্টিলের অযৌক্তিক দর বৃদ্ধি
- শ্যামপুর সুগারের অযৌক্তিক দর বৃদ্ধি
- লভ্যাংশ দেবে না জিএসপি ফাইন্যান্স
- দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- লভ্যাংশ বিতরণ করবে ৪ কোম্পানি
- এনসিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কিনেছেন
- কেঅ্যান্ডকিউ এর এলপিজি বিক্রি শুরু
- উপহার হিসেবে শেয়ার নেবে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা
- উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং
- সমতা লেদারের লোকসান বেড়েছে
- দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
- দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- লভ্যাংশ বিতরণ করবে ফনিক্স ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লাভেলো আইসক্রীমের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সে উন্নতি
- কারন ছাড়াই ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে
- দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- দর বৃদ্ধির শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- কারন ছাড়াই এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লাভেলো আইসক্রীমের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই ওয়াটা কেমিক্যালের অস্বাভাবিক দর বৃদ্ধি
- মেশিনারীজ কিনবে ইভিন্স টেক্সটাইল
- ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
- কারণ ছাড়াই বাড়ছে প্রগ্রেসিভ লাইফ
- বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৮৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আর্থিক হিসাব প্রকাশ করবে সমতা লেদার
- লোকসানে প্রিমিয়ার ব্যাংক
- বে লিজিংয়ের উদ্যোক্তার বড় শেয়ার কেনার ঘোষনা
- কনফিডেন্স সিমেন্টের রাইট পূণ:বিবেচনার আবেদনও বাতিল
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক
- দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আইবিবিএল মুদারাবা বন্ডের মুনাফা ঘোষনা
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- বহুতল ভবন কিনবে ডাচ-বাংলা
- কারণ ছাড়াই বিকন ফার্মার অস্বাভাবিক দর বৃদ্ধি
- লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক
- কারন ছাড়াই মাগুরা মাল্টিপ্লেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স
- দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স