ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বিএসইসির চোখের সামনে লাভেলোর প্রতারণা : এখনো নিশ্চুপ মাকসুদ কমিশন

২০২৫ মে ০৪ ০৯:২৮:৩৮
বিএসইসির চোখের সামনে লাভেলোর প্রতারণা : এখনো নিশ্চুপ মাকসুদ কমিশন

শেয়ার কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়েছে লাভেলো আইসক্রীমের। এটা দিনের আলোর মতো পরিস্কার। রেগুলেটর থেকে শুরু করে সবাই জানে এটা। তারপরেও রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এখনো কোম্পানিটির শেয়ার কারসাজি নিয়ে তদন্ত শুরু করেনি। অথচ তিনি শাস্তি প্রদানে এরইমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন। যিনি বিভিন্ন কোম্পানির অনিয়মে কয়েক হাজার কোটি টাকার জরিমানা করেছেন। একইভাবে লাভেলোর শেয়ার কারসাজি নিয়ে তদন্ত করলেও অনেক শাস্তি প্রদানের মতো উপাদান তিনি পাবেন।

গত বছরের ২৯ জানুয়ারি লাভেলো আইসক্রিমের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯.৮০ টাকা। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে সাড়ে ৫ মাসের ব্যবধানে ১৫ জুলাই ১০৬.৪০ টাকায় উঠে। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৭৬.৬০ টাকা বা ২৫৭ শতাংশ। তবে মাকসুদ কমিশনের দায়িত্ব গ্রহনের পরে শেয়ারবাজারে বড় পতনে কোম্পানিটির শেয়ার দর কমে ২০ এপ্রিল নেমে এসেছে ৮০.৬০ টাকায়। তবে এই দর বৃদ্ধির পেছনে যৌক্তিক কোন কারন খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এ কোম্পানি কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে বাড়ানো ওই শেয়ারটির দর ধরে রাখার জন্য কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ বাড়িয়েছে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পর্ষদ আগের অর্থবছরের ১০% থেকে বাড়িয়ে ২০% লভ্যাংশ দিয়েছে। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই - ডিসেম্বর ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৬৭%। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৬ মাসের ০.৫৭ টাকার ইপিএস চলতি অর্থবছরের ৬ মাসে দেখানো হয়েছে ১.৫২ টাকা।

আরও পড়ুন....

লাভেলোর নামে ঋণ নিয়ে পরিচালকদের ব্যক্তিগত কোম্পানিতে অর্থ পাচার

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১.৪৩ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর লভ্যাংশ ছিল ১২ শতাংশের মধ্যে। এসত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরের ১.৪৩ টাকা ইপিএসের বিপরীতে কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ২ টাকা (১ টাকা নগদ ও ১ টাকা বোনাস) লভ্যাংশ দেয়। ওই অর্থবছরে কোম্পানিটির ১২.১৮ কোটি টাকার নিট মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করে ১৭ কোটি টাকার। এর অন্যতম কারন কোম্পানিটির কারসাজির মাধ্যমে লাভেলোর ৩০ টাকার শেয়ারটিকে যে ১০০ টাকায় তুলে নেওয়া হয়েছিল, তা ধরে রাখার চেষ্টা করা।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার কারসাজির মতো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে লভ্যাংশ দ্বিগুণ করলেও তা নিয়ে আছে প্রতারণা। লভ্যাংশ ঘোষণার পরে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও সব শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেননি কোম্পানি কর্তৃপক্ষ। এজন্য কোম্পানিটির কয়েকজন শেয়ারহোল্ডার বিএসইসি, ডিএসই প্রধান উপদেস্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেছে।

ওইসব শেয়ারহোল্ডাররা লভ্যাংশ নিয়ে প্রতারণার দায়ে লাভেলো আইসক্রীমের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে। নিকট ভবিষ্যতে তারা আইনগত এ পদক্ষেপ নেবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে