অনেকে ‘বোরহান ভাই’ বলে ডাকে, লাবু কমিশনারও বলে কেউ কেউ

পরিচালক শরাফ আহমেদ জীবন এখন অভিনয়েও পরিচিত মুখ। সম্প্রতি নাটকে তাঁর অভিনীত দুটি চরিত্র ‘বোরহান ভাই’ ও ‘লাবু কমিশনার’ জনপ্রিয় হয়েছে। গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া সিরিজ ‘অগোচরা’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া নানা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।
আপনার অভিনীত নাটক কিংবা সিরিজের চরিত্রগুলো মজার হয়। ‘অগোচরা’র চরিত্রটা কেমন?
এটাতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি, যেটা খুব উপভোগ্য ছিল। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১৫ দিন সক্রিয় না থাকায় বুঝতে পারছি না। এটার শুটিং মানিকগঞ্জ ও ঢাকা মিলিয়ে করেছিলাম। পরিচালক সিদ্দিক আহমেদ কিন্তু আমার সহকারী ছিল। তবে অল্প কিছুদিন। ওর লেখার হাত খুব ভালো ছিল। শুটিংয়ের সময় সিদ্দিক বলছিল, ‘আমার গুরু, ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি।’ এমনটা শোনার পর তো আমার ভীষণ লজ্জাই লেগেছিল। আমি বলেছি, ‘তোমাকে তো আমি কিছু শেখাইতে পারি নাই।’
আপনিও তো একসময় মোস্তফা সরয়ার ফারুকীর সহযোগীদের একজন ছিলেন। তা শিষ্যর পরিচালনায় কাজের আনন্দ কেমন?
শিষ্যর সঙ্গে যখন কাজ করি, তখন তাকে গুরু হিসেবেই দেখেছি। কারণ, শুটিং সেটে সেই গুরু। কাজল আরেফিন অমি আমার অনেক জুনিয়র। প্রথম দিকে আমার সঙ্গে কাজ করতে এসেছিল, আমি নিরুৎসাহিত করেছিলাম। কিন্তু এখন সে পরিচালক, আমি অভিনেতা; ওর চিন্তাটাকেই পর্দায় উপস্থাপনের চেষ্টা করি। এখন সিদ্দিক ও অমিকে আমি প্রাধান্য দেব, সরয়ার ফারুকী ভাই তো অবশ্যই আছেন, তাঁর সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। কিন্তু এই দুজন আমার চরিত্রটাকে অন্য রকমভাবে উপস্থাপন করে। অমির সঙ্গে এখন পর্যন্ত যত কাজ হয়েছে, প্রোডাকশন হিসেবে কেমন হয়েছে, তা আমি জানি না, তবে আমার সব কটা চরিত্র ভালো হয়েছে।
অমি ও সিদ্দিকরা দীর্ঘদিন আপনার সঙ্গে পথচলায় চরিত্রগুলোর অন্য রকম উপস্থাপন করতে পেরেছেন?
আমার মনে হয়, ওরা আমাকে বুঝতে পারে। অমির সঙ্গে তো প্রতিদিন কোনো না কোনোভাবে আমার কথা হয়। আর সিদ্দিকের সঙ্গে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই-তিনবার কথা হয়। অমির ‘কিডনি’ নাটকের কথা যদি বলি, ওখানে আমার চরিত্র খুব বড় নয়, কিন্তু ব্যাপক ভাইরাল। তবে এই চিত্রনাট্যে অন্য কেউ থাকলে বা পরিচালক অন্য কেউ থাকলে এতটা সাড়া ফেলত বলে মনে হয় না। জানি না, এটা বেশি বলা হচ্ছে কি না, কিন্তু এটা সত্যি। পরিচালকের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরি। যেমন মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ওয়াদা করেছিলাম, আমাদের প্রথম সিনেমা একসঙ্গে হবে এবং সেটা হচ্ছে। আমার মনে হয়, মোশাররফ করিম যখন আমার সেটে থাকেন, উদ্দীপনা ৫০ ভাগ বেড়ে যায়। আত্মবিশ্বাস বেশি পাই।
অভিনেতা জীবনের কথা শুনতে চাই, এই বোরহান ও লাবু কমিশনারের চরিত্র, এসব নিয়ে কেমন অভিজ্ঞতা হয় আপনার?
প্রতিনিয়ত অন্য রকম সব অভিজ্ঞতার মুখোমুখি হই। মানুষ আমাকে এখন ‘বোরহান ভাই’ হিসেবে চেনেন। একটা মানুষের নাম বদলে যায়! কী করব? সম্প্রতি গিয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে। ওখানে পোলাপাইন ‘বোরহান ভাই’, ‘বোরহান ভাই’ বলে ডাকতেছে। লাবু কমিশনারও বলে অনেকে। এখন মানুষ আসল নামও জানতেছে, এই যেমন জীবন ভাই বলেও ডাকে।
এই দুটো চরিত্র নিয়ে আপনার নিজস্ব ভাবনা কী?
হাইপোথিটিক্যালি বললে এক রকম। আর অনেস্ট রিভিউ দিলে বলব, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের প্রচার–প্রসার চাওয়া। অন স্ত্রিন কাজ করলে তো এটা হয়। আমি তো ওই অর্থে জিনিয়াস মানুষ নই, খুবই সাধারণ একজন—তাই জনপ্রিয়তার বিষয়টা খুব উপভোগ করি। পাশাপাশি এটাও চাই, আমার যেহেতু মূল পরিচয় নির্মাতা, পর্দার পেছনে কাজ করা, কিছু সৃষ্টি করা—ওই জায়গা থেকে সেই পরিচয়টা যদি সামনে বেশি করে আসে, তাহলে আরও বেশি ভালো লাগত।
আজকে কয়েকজন ছেলেপেলে বলছিল, ‘আপনি নিজে প্রোডাকশন বানাচ্ছেন না? আমরা তো আপনার প্রোডাকশন মিস করি।’ জিজ্ঞেস করলাম, ‘কী দেখছ?’ বলল, ‘আপনার অনেক নাটক আমরা সিডি–ডিভিডি কিনে দেখছি। সিনিয়র ভাইয়েরা যখন দেখত, তাদের কাছ থেকে সিডি–ডিভিডি চেয়ে নিয়েও দেখছি। আপনার নামের সাথে তো আমাদের এভাবে পরিচয়।’ এই যেমন ‘সিরিয়াস একটা কথা আছে’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’, ‘উচ্চমাধ্যমিক সমাধান’—এসবসহ আরও কয়েকটি নাটকের কথা বলে। এটা ঠিক, বোরহান ভাই, লাবু কমিশনার শরাফ আহমেদ জীবনকে যতটা আন্দোলিত করে, তার চেয়ে বেশি আনন্দ দেয় যখন আমাকে ডিরেক্টর হিসেবে কেউ কিছু বলে।
পরিচালকদের বড় স্বপ্ন থাকে সিনেমা বানানো। আপনি সেটাও শুরু করেছেন। এই ব্যাপারটা এখন পর্যন্ত কতটা আন্দোলিত করছে?
গল্পটার কাজ শুরু যখন করি, তখন চিন্তা ছিল ওটিটির জন্য করব। স্ক্রিপ্ট করার পর আমার প্রধান সহকারী পরিচালক নাহিদ হাসনাত বলল, অনুদানের বিষয়টা। আমরাও খামখেয়ালিভাবে ‘বিচারালয়’ অনুদানের জন্য জমা দিই। এরপর ওকে আমি জিজ্ঞেস করলাম, ‘অনুদান কি পাব?’ ও বলল, ‘কেন জানি মনে হচ্ছে দিই।’ কয় টাকাই আর খরচ হবে, ১৪–১৫ হাজার টাকার মতো। দেওয়ার পর জানতে পারলাম, শর্টলিস্টেড হয়েছে। এরপর তো নানা ধাপ পেরিয়ে ২৫ জুলাই শুটিং শুরু করি। শুটিংয়ের শুরুতে একটা ঘোরের মধ্যে ছিলাম। একটু নার্ভাস ছিলাম। তবে আমাকে মোশাররফ করিম ভাই, গাওসুল আলম শাওন ভাই আর সানিয়াত ভাই বলেছেন, ভাববে তুমি নরমাল একটা জিনিস শুটিং করতেছ। মাথায় চাপ নিও না। আমিও সেভাবে নিচ্ছি। মনে হয়, খুব অসাধারণ একটা টিম পেয়েছি।
আমরা নীরবেই কাজটা করতে চেয়েছি। ছবির শুটিংয়ের কারণে এখন আমি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নই। না হলে দেখা যেত, একটা সুন্দর শট নেওয়ার পর ফেসবুকে দিই। তারপর সেটা নিয়ে নানা ধরনের আলোচনা, এতে মনোযোগের ব্যাঘাত ঘটত। তাই আমার মনে হয়েছে, মনোযাগটা ছবিতে দিই। শুটিং শেষ করি, তারপর না হয় যত দরকার, আলোচনা করলাম।
আপনার প্রথম ছবি মুক্তির কোনো পরিকল্পনা করে রেখেছেন কি?
শীতের শেষে বলতে পারেন, জানুয়ারি–ফেব্রুয়ারির দিকে। আমি কোনো কম্পিটিশনে যেতে চাই না। এই যেমন একসঙ্গে কয়েকটা ছবি মুক্তি দিল, আমারটাও দিলাম এ রকম। ঈদের সময়টায় ছবি মুক্তি দিতেই হবে, এমনটাও চাই না। মনে মনে চাই যে আমাদের ছবিটা যখন মুক্তি দেব, তখন যেন উৎসবের আমেজ থাকে। এখন তো মানুষ ছবি দেখে। এর মধ্যে আমার সঙ্গে অনেকের কথা হলো—আমার শুক্রবারে ঝামেলা আছে ছবি দেখতে যাব বা মঙ্গলবারে ছবি দেখতে যাব। অনেক মানুষের কাছে এমন কথা শুনছি। বহু বছর পর এমন কথা শুনছি।
সবার কাছ থেকে এমন কথা শোনার পর প্রায়ই মনে হয়, ইশ কবে ছবিটার শুটিং শেষ হবে। কবে রিলিজ দেব। আমার ছবি সম্বন্ধেও যদি মানুষ এভাবে বলে, শুনতে কী রকম আনন্দ হতো বলে বোঝাতে পারব না। অন্যের ছবি দেখার জন্য সবাই যে এভাবে বলছে, এটাও একরকম আনন্দ দেয়, নিজের ছবি হলে তো আনন্দও আরও বেশি।
আপনার প্রথম ছবি ‘বিচারালয়’ সম্পর্কে কিছুটা ধারণা দেবেন কি?
এটা ড্রামা জনরার। একটা সম্পর্কের গল্প, মানুষের সম্পর্কের। গল্পটা আমরা বলছি মার্ডার মিস্ট্রি দিয়ে। আপাতত এটুকুই বলব
পাঠকের মতামত:
- এনআরবি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বৃটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা কমেছে
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- লভ্যাংশ দেবে না ফারইস্ট ফাইন্যান্স
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে
- আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
- প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা বেড়েছে
- বাজার মূলধন কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে খুলনা পাওয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- বীচ হ্যাচারীর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সোমবার আইডিএলসি ফাইন্যান্সের লেনদেন বন্ধ
- সোমবার লেনদেনে ফিরবে দুই কোম্পানি
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- দর পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- এনআরবি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- বৃহস্পতিবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- আর্থিক হিসাব প্রকাশ করবে সাত কোম্পানি
- এনআরবিসি ব্যাংকে এমডি নিয়োগ
- রেকিট বেনকিজারের মুনাফা বেড়েছে ১ শতাংশ
- দর বৃদ্ধির শীর্ষে বারাকা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- বীচ হ্যাচারীর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ার বেঁচলেন তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালক
- এবি ব্যাংকে চেয়ারম্যান ও এমডি নিয়োগ
- এনসিসি ব্যাংকের শেয়ার কিনবে পরিচালকের কোম্পানি
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা কমেছে
- ফনিক্স ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- ডিবিএইচ ফাইন্যান্সের ১৭% লভ্যাংশ ঘোষনা
- দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার মিলস
- ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- বীচ হ্যাচারীর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- ট্রাইস্টার সিকিউরিটিজের সনদ বাতিল
- বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- আরএকে সিরামিকের অধ:পতন
- লাভেলোর বিরুদ্ধে তদন্ত কমিটি
- দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
- দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিডি ফাইন্যান্সের স্পটে লেনদেন শুরু
- বিএসইসির চোখের সামনে লাভেলোর প্রতারণা : এখনো নিশ্চুপ মাকসুদ কমিশন
- লাভেলোর নামে ঋণ নিয়ে পরিচালকদের ব্যক্তিগত কোম্পানিতে অর্থ পাচার
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৮৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও অপরিবর্তিত
- দর বৃদ্ধির শীর্ষে মাগুরা মাল্টিপ্লেক্স
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পূবালি ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
- ম্যারিকো বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
- ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
- দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নগদ লভ্যাংশ ঘোষনা ইউনাইটেড ফাইন্যান্সের
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি