ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা

২০২৫ জুলাই ১২ ১২:৩৫:৪৪
বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা

গত সপ্তাহে (৬-১০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৩১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা বা ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৪৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৪ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ২৭ লাখ টাকার বা ৩১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৪ পয়েন্ট বা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০৬৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১০১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৪ টির বা ৮২.২৩ শতাংশের, কমেছে ৩৫ টির বা ৮.৮৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির বা ৮.৮৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫০ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০৭৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪২ টির দর বেড়েছে, ৫৮ টির দর কমেছে এবং ২০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে