ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা

২০২৫ অক্টোবর ০৪ ১২:২০:০৩
বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা

গত সপ্তাহে (২৮-৩০ সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৩৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা বা ০.২২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৫৮ কোটি ৫১ লাখ টাকার বা ৩৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৬৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৭২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০ টির বা ৩৭.৭৮ শতাংশের, কমেছে ২১৫ টির বা ৫৪.১৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির বা ৮.০৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫০৮০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩ টির দর বেড়েছে, ১৫৯ টির দর কমেছে এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে