ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

মঙ্গলবারও ডিএসইতে নামমাত্র উত্থান

২০২৬ জানুয়ারি ১৩ ১৪:৪৬:৪৪
মঙ্গলবারও ডিএসইতে নামমাত্র উত্থান

আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (১৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। এছাড়া লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৫২ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৪ লাখ টাকা বা ১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৯ টি বা ৪০.৭৭ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৪০.০০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৫ টি বা ১৯.২৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে