ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৫ মার্চ ১৯ ১৪:২৬:৫৬
শেয়ারবাজারে পতন

বুধবার (১৯ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।তবে লেনদের পরিমাণ বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫১ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩২ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৭.৯৭ শতাংশের। আর দর কমেছে ১৮৬ টি বা ৪৭.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৪.৯৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৬৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে