ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:১০:৪৪
বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা

গত সপ্তাহে (৩১ আগস্ট-৪ সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৩ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৬২ কোটি ১৭ লাখ টাকার বা ১৩ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬১৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৩০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩ টির বা ৬২.১৪ শতাংশের, কমেছে ১২৬ টির বা ৩২.২২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির বা ৫.৬২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০০ কোটি ২৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭০২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৬ টির দর বেড়েছে, ৯৭ টির দর কমেছে এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে