ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

শেয়ারবাজারে বড় পতন

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৫:২৯:৫৮
শেয়ারবাজারে বড় পতন

কিছুদিন ধরে শেয়ারবাজার ইতিবাচক ছিল। এরমধ‍্যে বাজারে পতন হলেও উত্থানই ছিল বেশি। তবে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অনাকাঙ্খিতভাবে বড় পতন হয়েছে। এদিন লেনদেনও কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৩৮ পয়েন্টে। যা আগেরদিন ৯ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২২৩ কোটি ৫৭ লাখ টাকা বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫ টি বা ১৬.৫০ শতাংশের। আর দর কমেছে ৩০১ টি বা ৭৬.৪০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৮ টি বা ৭.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১৬৮ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫৫৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে