ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা

২০২৫ ডিসেম্বর ১৩ ১০:০০:৩১
বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা

গত সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর)দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা বা ০.২৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকার বা ১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৩৪পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৩ টির বা ৮৫.১৬ শতাংশের, কমেছে ৩৬ টির বা ৯.২০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির বা ৫.৬২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২ টির দর বেড়েছে, ৯৩ টির দর কমেছে এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে